কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে সংবর্ধনা দিয়েছে মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসন।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাশেম জোয়ার্দার এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এ সময় সংবর্ধিত অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বলেন, আমি আপনাদের এমপি। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আপনাদের উপজেলাতে এসেই বসতে চাই। সর্ব প্রথমে তিনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও উপজেলা পরিষদের মধ্যে শেখ রাসেল মিনি পার্ক স্থাপন করতে চান। এছাড়াও পর্যায়ক্রমে সকল দপ্তরের সমস্যার সমাধান করতে চান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হারুন অর রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার সাহা সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।