বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মিরপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার ২৯ জানুয়ারী কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মিরপুর উপজেলা মিলনায়তনে দুইদিন ব্যাপী (২৯-৩০ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২৪ এর উদ্বোধন করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রোসান আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন।
অনুষ্ঠানের সভাপতির উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে।
আলোচনা সভা শুরু হবার আগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্ধোধন করা হয়। দুইদিন ব্যাপী (২৮-২৯ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২০২৪ এর ১৫ টি অংশ গ্রহন করছে এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।