ডাক্তার নুরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, আশরাফুল হক আশা মেম্বারকে সাধারণ সম্পাদক,আসাদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সদরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়েছে।সভাপতি পদে সাবেক সভাপতি মোশারফ হোসেন মূসা ও বর্তমান আহবায়ক মুন্তাজ আলী ২জন প্রার্থী হওয়ায় সভাপতি পদ স্থগিত রেখেই আংশিক কমিটি ঘোষনা করা হয়।গতকাল সোমবার বিকেলে মিরপুর উপজেলাধীন সদরপুর ইউনিয়নের কাতলামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদরপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে ঘোষিত কমিটির অন্যান্য পদের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান নির্বাচন কমিশন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন-জুলাই-আগস্টজুড়ে সংঘটিত গণহত্যা চালানোর অপরাধে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। মুক্তিযুদ্ধের পর দেশে সরকারবিরোধী আন্দোলনে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশজুড়ে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যা বড় ধরনের মানবাধিকার লক্সঘনের অপরাধ। এই গণহত্যার দায়দায়িত্ব এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি আরো বলেন, তার রাজনৈতিক সিদ্ধান্তে রাষ্ট্রযন্ত্র, দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালানো হয়। জুলাই-আগস্টজুড়ে এ দেশে যা হয়েছে তা আমাদের চোখের সামনেই হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে।