বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমানে দলের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পরিচালনার দায়িত্বে আছেন দেশনায়ক তারেক রহমান। তিনি আরো বলেন, দল আমাদের কারও পৈত্রিক সম্পত্তি নয়। দলের মধ্যে কোন উপদল সৃষ্টি করা যাবে না। অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে মিরপুর উপজেলা বিএনপিকে দীর্ঘদিন ধরে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করা হয়েছে। অতএব, হাতে গড়া এই দলটাকে আমি নষ্ট হতে দিতে পারিনা। যতদিন আল্লাহ জীবিত রেখেছেন ততদিন আমার হাতে গড়া মিরপুরের এই সংগঠনকে টিকিয়ে রাখব ইনশাল্লাহ। বুধবার দুপুরে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাসের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী ও মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন। এসময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী, হাফিজুর রহমান বাবু, আলতাব হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকে যে, আগামী ২দিনের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করে চলতি মাসের ২১ জুন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।