শেখ মুজিবুর রহমান দেশের কাজে যেসব ক্ষেত্রে ব্যর্থ ছিলেন,শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান সেসব কার্যক্রম বাস্তবায়নে ১শ ভাগ সফলতা অর্জন করেছিলেন,তিনি ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক। জিয়াউর রহমানের কারণেই দেশে আজ রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে। শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এ দেশে সকল দলকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম। মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।গতকাল শুক্রবার (৩০ মে) সকালে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়। মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে ও নব-নির্বাচিত মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, মাহাবুব আলম হারছেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,সাংগাঠনিক সম্পাদক এনামুল হক বাবু,মিরপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইব্রাহিম আলী,সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,মিরপুর উপজেলা বিএনপির নেতা বিল্লাল হোসেন,নুর এ আল আমিন বুলবুল,খোন্দকার মেহেদী হাসান পলাশ,সুলতান আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।