ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বিজিবি’র অভিযানে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার।

mirpurnews24
মার্চ ৯, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সাতমাইল কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়। শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক বিকেল ৪.২০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল কৃষ্ণপুর মসজিদের পাশের্^ প্রধান সড়কের উপরে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী শিল্পি পরিবহন (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-২০৯৪) বাসে তল্লাশী অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে বিধি মোতাবেক মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।