কুষ্টিয়ার মিরপুর উপজেলার আওতাধীন আলিয়া মাদ্রাসা সমূহের উন্নয়নকল্পে মিরপুর উপজেলা মাদ্রাসা শিক্ষা উন্নয়ন পরিষদ নামে একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে।গতকাল মঙ্গলবার (২৭ মে) সকালে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৫ সালের এ নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছালেহ উদ্দিনকে সভাপতি ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদকে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সুলতানপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ফজলুর রহমান ও ভেদামারী পাচবাড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলীকে সহ-সভাপতি, ধলসা পয়ারী হযরত ওমর ফারুক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হককে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। এছাড়া এ কমিটির সদস্য হিসেবে যাদেরকে মনোনীত করা হয়েছে তারা হলেন – আসাননগর আনঝুচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম,শ্রীরামপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এমদাদুল হক,চিথলিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনোয়ার হোসাইন,ডাংগাপাড়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম খলীল,এসএনএকে দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফিজুর রহমান ও মাজিহাট স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা ডাক্তার নুরুল ইসলাম। এ প্রসংগে মিরপুর উপজেলা মাদ্রাসা শিক্ষা উন্নয়ন পরিষদ নির্বাহী কমিটির সভাপতি ও মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন মিরপুর উপজেলায় স্বল্পসংখ্যক আলিয়া মাদ্রাসা রয়েছে যেগুলোর বেশিরভাগই অনুন্নত ও অবহেলিত। এসব মাদ্রাসা সমূহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরে অবহেলিত ও অনুন্নত মাদ্রাসা সমূহের সঠিক উন্নয়নকল্পে এ কমিটির যাত্রা শুরু হলো।সবার সহযোগিতা পেলে অবশ্যই এসব মাদ্রাসার উন্নয়ন সাধন করা সম্ভব হবে।