আব্দুল আউয়াল – কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানের প্রতিষ্ঠিত “চলো বদলাই” সংস্থার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৮ মার্চ) বিকেলে মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজার ঈগল চত্বরে ভাসমান গরীব দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহিন,সদস্য সচিব রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদ,সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী।এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর স্বেছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,যুবদল নেতা জাহিদ হোসেন ও রফিকুল ইসলাম রফিক,পৌর বিএনপি নেতা আনিসুজ্জামান নয়ন ও সেলিম হোসেন,ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম মাষ্টার,কৃষক দল নেতা এড. খায়রুজ্জামান,চলো বদলাই সংস্থার সদস্য ইমন,রাসেল,শিমুলসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী বৃন্দ। উল্লেখ্য মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান কিছুদিন আগে চলো বদলাই সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর হতে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিরপুর বাজারের পারাপারের কাঠের ব্রিজ, ফ্রি এম্বুলেন্স সার্ভিস,অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ।