তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উন্মুক্ত পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের তাৎপর্য ও করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- খেলাধুলা এমন একটি বিষয় যা আমাদের শরীর, মন এবং খারাপ কাজ থেকে ভালো রাখে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়িয়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখায় আমাদের প্রধান লক্ষ্য। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোঃ মেশকাতুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ এইচ কাফি, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মনিরা প্রমুখ। পরবর্তীতে মিরপুর উপজেলা প্রশাসন বনাম মিরপুর প্রেসক্লাবের নেতৃত্বাধীন সাংবাদিকবৃন্দের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে মিরপুর উপজেলা প্রশাসন ১০ ওভার ব্যাট করে ৮৮ রান সংগ্রহ করে। জবাবে মিরপুর প্রেসক্লাবের নেতৃত্বাধীন সাংবাদিক একাদশ ১০ ওভারে ৮০ রান পর্যন্ত করতে পারে। ফলে মিরপুর উপজেলা প্রশাসন সাংবাদিক একাদশকে ৮ রনে পরাজিত করে। ক্রিকেট ম্যাচে ব্যক্তিগত ৪৬ রান করে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।