কুষ্টিয়ার মিরপুর পৌর ০১নং ওয়ার্ড সুলতানপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সুলতানপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী ০১ নং ওয়ার্ড (সুলতানপুর) সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৬ কুষ্টিয়া ০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য ও কুষ্টিয়া ০২ আসনে জামায়াতের সংসদ নির্বাচন পরিচালক অধ্যাপক জোমারত আলী,জামায়াত মনোনীত মিরপুর পৌর মেয়র প্রার্থী ও মিরপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শাহ আক্তার মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আহমেদ,সহকারী সেক্রেটারী মাওলানা ওমর ফারুক,গোলাম মোস্তফা, এড.মাহফুজুর রহমান,পৌর আমীর চাঁদ মল্লিক,সেক্রেটারী খাইরুল ইসলাম প্রমুখ।এ সময় মিরপুর উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়। তবে নির্বাচনের পূর্বেই জামায়াতে ইসলামী আগামী নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট চায়। অবিলম্বে গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।


