মাহাফুজ আনাম :
Enhance your stamina naturally with lifestyle changes. For dietary tips and exercises that support stronger performance, see post for comprehensive guidance. Discover methods to boost your confidence effectively.
কুষ্টিয়ার মিরপুর এর কামিরহাট গ্রামবাসীর পক্ষে বন্যা কবলিত মানুষের নিকট ইউনিক ইয়ুথ অর্গানাইজেশন মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে।
রবিবার (২৫ আগস্ট ) ২৮ বস্তা শুকনা পোশাক ও ৫০ ব্যাগ শুকনা খাবার এবং স্বাস্থ্য সামগ্রী কামিরহাট গ্রামবাসীর নিকট থেকে সংগ্রহ করে ইউনিকের প্রতিনিধিরা। জানা যায় এলাকাবাসীর থেকে প্রাপ্ত সহযোগিতা তারা দ্রুত সময়ের মধ্যেই বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেবেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ আনাম জানান, আমরা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য একটি করে ব্যাগ তৈরি করেছি যেখানে দুই কেজি শুকনা চিড়া,৫০০ গ্রাম চিনি, বিস্কিট,স্যানেটারি ন্যাপকিন,খাবার ঔষধ সামগ্রী যেমন ,নাপা,ম্যাট্রেল,ওরস্যালাইন খাকবে। এছাড়াও আরো ২ টি টিম কে নগদ টাকা সহ আস সুন্নাহ কে কিছু অর্থ পাঠিয়েছে ইউনিক ইয়ুথ অর্গানাইজেশন কতৃপক্ষের সহযোগিতায়।
উল্লেখ্য সংগঠনটি করনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। তারা একশন এইড বাংলাদেশের বিভিন্ন আর্থিক সহায়তা তারা গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছেনন।