নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক থেকে মিরপুর থানা সংযোগ সড়ক এর গঙ্গা প্রধান খালের উপর মিরপুর বাজার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন এর শুভ উদ্বোধন করেছেন ৭৬ কুষ্টিয়া ০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এমপি।সড়ক ও জনপথ অধিদপ্তরের কুষ্টিয়া সড়ক বিভাগের বাস্তবায়নে গতকাল বুধবার (১৩ জুন) বিকেলে মিরপুর পুরাতন বাজারের সাথে পুরাতন বাসষ্ট্যান্ডের (ঈগল চত্বর) সংযোগকারী এ সেতুর উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন,ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন,বিশিষ্ট সমাজসেবক মো: জনি,ছাত্রলীগ নেতা জুবায়ের প্রিন্স সহ কুষ্টিয়া সড়ক বিভাগ ও ঠিকাদার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।মিরপুর বাজারের বেকারী ব্যবসায়ী মহিরুল ইসলাম জানান-মিরপুর বাজারের জিকে খালের উপর পূর্বে স্থাপিত ব্রিজটি প্রশস্থ না হওয়ায় ব্রিজের উভয় পাশে সবসময় যানজট লেগেই থাকতো।বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন মঙ্গলবার যানজটে মানুষ খুব কষ্ট পেতো।বিষয়টি অনুধাবন করে জনগণের কষ্ট লাঘব করতে কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এমপি এখানে একটি ব্রিজ নির্মানের উদ্দ্যোগ নিয়েছেন,তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ।স্থানীয় ছাত্র মো: সাঈদ বলেন-পূর্বে সংকীর্ণ সেতুর কারনে রাস্তায় যানজটের ঘটনায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে না পেরে অনেক কষ্ট করতো।নতুন সেতু নির্মাণের ফলে এখানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।তবে সেতু নির্মান কাজ শুরু হওয়ার পরে বিকল্প রাস্তা হিসেবে একটি বাশের সাকো নির্মান করা হয়েছে,যাতে সবাই কষ্ট পেতে ছিলো।কিন্তু মাননীয় সংসদ সদস্য কামারুল আরেফিন কাছাকাছি একটা বেইলি ব্রিজের নির্মানের ঘোষনায় এ এলাকার জনগণ আশার আলো দেখছেন।