বৃহত্তর ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলার আমলা বাজারে মিছিল শেষে এ লিফলেট বিতরণ করা হয়। মিছিল ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের ৩১ দফার মূল উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, এই ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তার সাথে ছিলেন যুবদল নেতা মোঃ ফারুক মালিথা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, মিলন খান, শহীদ জিয়া প্রজন্ম দলের সদস?্য সচিব নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মালিহাদ ইউনিয়ন সমাজ কল?্যাণ পরিষদের আহবায়ক রইস উদ্দিন, মোঃ সেন্টু, মোঃ সৈকত, মোঃ সেলিম রেজা, মোঃ আলমগীর, মোঃ রইচ, মোঃ নুরুদ্দিন, মোঃ ইমারুল ইসলাম প্রমুখ।

