ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা 

mirpurnews24
আগস্ট ১১, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলা শিকার ফিরোজ আহাম্মেদ মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকার দৈনিক আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। সে বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত বিল্লাল হোসেন বিশ্বাসের ছেলে। সোমবার ভোরে মিরপুর পৌরসভার সেক্টরপাড়াস্থ নিজ বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফসারের ছেলে মিলন হোসেন নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, লোহার রড ও লাঠি সোটা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। মিলন সেক্টরপাড়ার আব্দুল রশিদের বাড়ির ভাড়াটিয়া। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে তাকে সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। তার মাথা ও শরীরের বাম পাশসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন রাতের আঁধারে সাংবাদিকের উপর এ ধরনের ন্যাক্কারজন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হোসেন ইমাম, জানান, ভুক্তভোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সে শতভাগ আশঙ্কা মুক্ত নন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন ঘটনাটি জানার পর পরই তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। হামলাকারীরা পলাতক রয়েছে। এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। তবুও তাদের আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সচেষ্ট রয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।