কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছর ও আট বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করেছে বিক্ষব্ধ জনতা। গতকাল রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর পৌরসভার নওপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা ছবির শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আহতাবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম নওপাড়াস্থ এলাকায় ভূক্তভোগী পরিবারের সাথে দেখা করে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গণপিটুনির শিকার ছবির শেখের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওপাড়া এলাকার খবির শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পাঁচ বছর ও আট বছরের দুই শিশু বাড়ির পাশে খালে কচুরিপানার ফুল তুলতে যায়। এসময় ছবির শেখ ওইখানে মাছ ধরতে ছিল। সেসময় শিশু দুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ছবিরকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে থানায় নিয়ে যায়। মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।