কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহরে সময় সাংবাদিকের ওপর নগ্ন হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।
হামলার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণমাধ্যমকর্মীরা।
এ সময় সাংবাদিকরা বলেন, স্থানীয় দৈনিক খবরওলা পত্রিকার সাংবাদিক ইমরান হোসেনের ওপর হামলার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
এর আগে রোববার সকালে দৈনিক খবরওয়ালা পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন শহরের ফুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।