সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দোয়া মাহফিলে হাজার হাজার পুরুষ-নারী কর্মীরা বেগম জিয়ার সুস্থ্যতার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। প্রধান অতিথি রাগীব রউফ চৌধুরী বলেন- ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৬ বছর এই জনপ্রিয় দল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য নেতাকর্মীদেরকে গুম, খুন, হামলা-মামলা সহ এমন কোন ধরনের নির্যাতন নেই যা তারা করে নাই। এত অত্যাচারের পরেও একটি কর্মীও বিএনপি থেকে চলে যায় নাই। ঠিক তেমনি এখন যারা স্বপ্ন দেখছেন তারেক রহমান দেশে আসেন নাই বলে দলের মধ্যে সংকট হবে বা বিএনপির ক্ষতি হবে। বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন খালেদা জিয়া সুস্থ হতে সময় লাগুক না কেন তারেক রহমান দেশে যখন আসুক না কেন বিএনপির মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না। আমরা বিএনপির সাধারণ কর্মী হিসেবে একটাই আমাদের দায়িত্ব দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে শক্ত হাতে দমন করতে হবে এবং পাশাপাশি ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, কুষ্টিয়া জজ কোর্টের পিপি খন্দকার সিরাজুল ইসলাম, জিপি এ্যাড: মাহাতাব উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিহাবুল ইসলাম, মনুজুর আলম দুলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির আহবায়ক হাফিজুর রহমান জিন্নাহ, ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজী শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, যুগ্ন আহবায়ক রাজন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, মোকারিমপুর ইউনিয়ন যুবদলের সবেক সাংগঠনিক সম্পাদক জান মহাম্মদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আতিয়ার রহমান।