কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর’ ২০২৫) মিরপুর বাজারের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানকে সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এছাড়াও কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন জ্বালানী ব্যবসায়ী হাজী মোঃ আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক ও প্রথম শ্রেণীর ঠিকাদার বাবলু রঞ্জন বিশ্বাস, মেশিনারীজ ব্যবসায়ী মফিদুল হক, জামায়াত নেতা জুমারত আলী ও রকমারী ব্যবসায়ী হাজী মোঃ রেজাউল করিম। অন্যদিকে ঔষধ ব্যবসায়ী হাজী জিয়ানুল হক খাঁন (বাবলু) চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, গার্মেন্টর্স ব্যবসায়ী আব্দুল কাদের মালিথাকে সহ-সভাপতি, রকমারী ব্যবসায়ী মনিরুজ্জামান মেঠে ও স্বর্ণ ব্যবসায়ী মুক্তার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ফার্নিচার ব্যবসায়ী শাহাদৎ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ইলেক্ট্রিক ব্যবসায়ী আব্দুল আলিমকে কোষাধ্যক্ষ, ফার্নিচার ব্যবসায়ী আব্দুল হালিমকে প্রচার সম্পাদক ও ঔষধ ব্যবসায়ী সাংবাদিক আলম মন্ডলকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে মনোনীন হয়েছেন বীজ ব্যবসায়ী ইয়াসিন আলী, মুদি ব্যবসায়ী শ্রী শ্যামল কুমার দত্ত, হোটেল ও রেষ্টুরেন্ট ব্যবসায়ী শ্রী আননদ কুমার দেবনাথ, ভুষিমাল ব্যবসায়ী সিরাজুল ইসলাম, গোলাম হোসেন, ঔষধ ব্যবসায়ী জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, রকমারী ব্যবসায়ী কওছের শেখ, মুদি ব্যবসায়ী মহাসিন আলী, ফল ব্যবসায়ী বকুল হোসেন, সার ও কীটনাশক ব্যবসায়ী আলম হোসেন, আরএফএল এর ডিলার আব্দুর রাজ্জাক রাজ, রাজিব, ফিডার, রকমারী ব্যবসায়ী আজম আলী, সরোয়ার হোসেন, মাংস ব্যবসায়ী সাবান আলী ও মুদি ব্যবসায়ী বিপ্লব হোসেন। আগামী শনিবার বিকেলে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।