ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

mirpurnews24
আগস্ট ১১, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেছাসেবী সংগঠন (এনজিও) আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়ার আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এ সময় মিলন নামে এক ব্যক্তি কয়েকজন সহযোগী মিলে তার পথ রোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় ইট দিয়ে থেতলে দেয়া হয় তার শরীর। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নেয়া হয় কুষ্টিয়ার আড়াইশ শয্যা হাসপাতালে।পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।উল্লেখ্য যে,হামলাকারী মিলন স্থানীয় দারিদ্র বিমোচন জনকল্যান প্রকল্প নামে একটি এনজিওর উপজেলা ম্যানেজার ও দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের আফসারের পুত্র।মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি ও সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন জানান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।তিনি।এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।