বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশ শেষে শোভাযাত্রা করেছে মিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। বুধবার বিকেলে মিরপুর বাজার রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭১ এর মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন এবং দেশে উন্নয়নের ধারা সূচনা করেছেন। দেশপ্রেম এবং সততার শীর্ষে থাকা শহীদ জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। শহীদ জিয়াকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। তিনি আরো বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফরম। গণতন্ত্র হত্যা ও দেশ পরিচালনায় শেখ মুজিবের চরম ব্যর্থতার কারণে সফলভাবে জিয়াউর রহমান রাজনীতিতে এসেছেন। ‘বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক জেল-জুলুম, গুম, খুন ও নির্যাতন সহ্য করেছে তারপরেও কিন্তু শহীদ জিয়ার দল বিএনপি ছেড়ে যায়নি। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।’ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। সমাবেশে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি নেতা হাফিজুর রহমান বাবু, আলতাব হোসেন, হাসান আলী, বিএনপি নেতা নূরে আল আমিন বুলবুল, লুৎফর রহমান, দাউদ হোসেন, রবিউল আলম মুকুল, খলিল জোয়ার্দ্দার, সাইফুল কবিরাজ, তোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার, বিল্লাল হোসেন, আব্দুল্লাহেল বাকী, আতাউল হক এমদাদ, আশরাফুল ইসলাম আশা মেম্বার, মকবুল হোসেন ডিলার, মিরাজুল ইসলাম, মিজানুর রহমান কানু, নায়েব আলী, শাহাদত আলী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, উপজেলা কৃষক দলের আহবায়ক খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামানার রানা, ইফতেখার আলম শিল্পু প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামে নেতৃত্বে বের করা হয় একটি বর্ণাঢ্য র্র্যালী। হাতে ও শরীরে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষ ধারণ করে রং বে-রংয়ের পোশাকে ব্যান্ডের তালে তালে র্যালীতে অংশ নেন প্রায় ৭-৮ হাজার নেতা-কর্মী। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিরপুর ফুটবল মাঠে এসে শেষ হয়।