হোটেল ও রেষ্টুরেন্টে মূল্য তালিকায় যে মূল্য নির্ধারিত আছে,সেটির বাইরে অতিরিক্ত মূল্য পরিশোধ না করার জন্য আহবান জানিয়েছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।পাশাপাশি এধরণের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে কুষ্টিয়ার মিরপুরে তিনটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬হাজার টাকা জরিমানা আদায় করার পরে তিনি এসব কথা বলেন।গতকাল মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজারে এ অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।তিনি বলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।