কুষ্টিয়ার মিরপুর পৌরসভার কার্যক্রমে পৌরবাসির অংশগ্রহণের মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে ৫নং ওয়ার্ড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ আগষ্ট) বিকেলে মিরপুর হরিতলা মন্দির এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী, সুজন আলী, উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সমস্যা সমাধানের ভিত্তিতে আলোচনা করেন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান শাবান মন্ডল, হরিতলা মুন্দির কমিটির সভাপতি আনন্দ কুমারসহ বেশ কয়েকজন নারী পুরুষ। এ সময় উপস্থিত ছিলেন ০৫ নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্য/সদস্যাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।