
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান" স্লোগানে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় সিএনজি চালক ও মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত।মাদকের কুফল সম্পর্কে মানুষকে জানানো,যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা ও সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় এ মাদক বিরোধী সিএনজি র্যালী অনুষ্ঠিত হয়। সিএনজি চালক ও মালিকরা মাদকের বিরুদ্ধে এই র্যালী করেছে স্বতস্ফুর্ত হয়ে কুষ্টিয়া ০২আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর সম্মানে।র্যালীটি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়েশিমুলতলা,চাদমার্কেটকেট,কদমতলা,শামুখিয়া,মালাকারপাড়া,মশানবাজার,কেউপুর,পোড়াদহ,হালসা,বামনগাড়ি,ইশালমারী,কুর্শা,ফকিরমোড়,কাতলামারী,আমলা,নিমতলা,অঞ্জনগাছি,কালিতলা,জিয়ারোড,ভাঙ্গা বটতলা,কুড়িপোল হয়ে মিরপুর ফুটবল মাঠে এসে যাত্রা বিরতি দেয়।পরে মিরপুর ফুটবল মাঠ থেকে র্যালিটি পুনরায় শুরু হয়ে চিথলিয়া,বরিয়া,ভেড়ামারাচৈতন্যমোড়,সাতবাড়িয়া,পরানখালি,জুনিয়াদহ,রাইটা,বাহাদুরপুর,গোলাপনগর,ভেড়ামারাবাসস্ট্যান্ড,বারোমাইল,খাদিমপুর,বহলবাড়িয়া হয়েছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।পরে সেখানে সিএনজি চালক ও মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ০২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেব- মাদকের কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তি প্রজন্মকে ধ্বংশ হতে দিতে পারি না। এজন্য আমরা মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে সব সময় আন্দোলন চালিয়ে যাবো। যাতে শুধু মিরপুর -ভেড়ামারা না সমগ্র কুষ্টিয়া জেলায় কেউ যাতে মাদক ব্যবসা করতে না পারে এবং সমাজের অবক্ষয় না হয়।
