বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান এর কারামুক্তি মাস উপলক্ষে মিরপুর উপজেলা তাতীদলের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ (সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, মিরপুর উপজেলা শাখার আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মীর আয়ুব হোসেন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, শিবপুর উপজেলা শাখার সদস্য সচিব কৃষিবীদ মোঃ হুমায়ুন কবীর (আগা খাঁন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, কুষ্টিয়া শহর শাখার আহবায়ক মনিরুল ইসলাম।মিরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাব্বত আলী জনি।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।