মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহমত আলী রব্বানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির আহবায়ক মো: আব্দুর রশীদ ও সদস্য সচিব মোঃ আজাদুর রহমান আজাদ।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।