২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মিরপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ আগষ্ট) দুপুরে ১৮৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এ শুকনা খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে খাবারের প্যাকেট হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন উপস্থিত ছিলেন।