কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের দুস্ত অসহায় নাগরিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ১৮৫টি পরিবারের মাঝে পোলাও চাল ও সেমাই বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর এলাকার প্রতিবন্ধীদের মাঝে ৬০প্যাকেট,ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় ২০প্যাকেট, সুর্যসেনা প্রতিবন্ধী সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ৩০প্যাকেট,পোড়াদহ এলাকায় প্রতিবন্ধীদের মাঝে ২০ প্যাকেট ও মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড বাজারপাড়া এলাকার ক্যানেলপাড়া এলাকায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ৫৫ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মাঝে ছিলো ১কেজি করে পোলাও চাল ও এক প্যাকেট করে সেমাই।মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম স্বশরীরে উপস্থিত হয়ে হাতে হাতে এসব সামগ্রী বিতরণ করেছেন। সত্যিকারার্থেই যারা অত্যন্ত হতদরিদ্র,দুস্থ অসহায় ব্যক্তি,তাদেরকে বাছাই করে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার জামশেদ আলী।মিরপুর বাজারপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করার সময় মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।