ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, হামলায় চালক আহত

mirpurnews24
মার্চ ২২, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ মার্চ) ভোরে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি বাসের যাত্রীদের কাছ থেকে ডাকাতেরা টাকা ও মালপত্র লুটে নেয়।এ সময় ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত বাসচালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে তাঁদের বাসটি রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরি শেষ করে যাত্রী নামাতে মেহেরপুর কাউন্টারে যাচ্ছিলেন। ভোররাত সাড়ে ৪টার দিকে সড়কে গাছ ফেলে এবং একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়।এ সময় আমজাদের বাসসহ কয়েকটি ট্রাক ও নসিমন আটকা পড়লে একদল মুখোশধারী ব্যক্তি জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তাতে একটি আঙুল কেটে যায়। অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।আমজাদ হোসেন বলেন, ‘বাসে পাঁচজন যাত্রী ও চারজন স্টাফ ছিলেন। এ সময় আটকে পড়া অন্য গাড়িগুলোতেও ডাকাতি হয়। ডাকাতের মারধরে আমি আহত হই। এ সময় হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হই।’এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।