কুষ্টিয়ার মিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা–২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সংগঠনের মূল প্রতিপাদ্য “পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব” শীর্ষক বক্তব্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম গোলাম মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, কো-অপারেটিভ আন্দোলন শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষক ও কর্মচারীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ক্রেডিট ইউনিয়ন একটি টেকসই আর্থিক প্রতিষ্ঠানে রূপ নিতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাল্ব কুষ্টিয়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান। তিনি ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)-এর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের মাঝে বিনোদনের জন্য কবিতা, গান ও কৌতুক পরিবেশনা করেন সদস্যরা। সংস্থার পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সকল সদস্য এবং নিয়মিত সদস্য ও সর্বোচ্চ জামাকারীদের সম্মাননা পুরস্কার প্রদান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন এবং সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্রেডিট ইউনিয়নকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় বার্ষিক প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এ সময় ইউনিয়নের সদস্য, শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাধারণ সভা সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন দিকনির্দেশনা প্রদান করেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

