জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে নেমেছে মিরপুর উপজেলা প্রশাসন। এ অভিযানের অংশ হিসেবে মিরপুর উপজেলায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয় এবং আটককৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। তিনি জানান, মা ইলিশ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের সকল নদ-নদীতে মা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন অনুযায়ী এ বিধি লক্সঘন করলে সর্বোচ্চ ২বছর পর্যন্ত কারাদন্ড এবং ৫লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড হতে পারে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।