ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ব্যাপক প্রশংসা পেয়েছে ইউএনও’র উদ্যোগে স্বল্পমূল্যে মাংস,দুধ ও ডিম বিক্রি কার্যক্রম,পরিদর্শন করলেন কুষ্টিয়ার ডিসি

mirpurnews24
মার্চ ১৮, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে যেখানে প্রতি কেজি গরুর মাংস প্রায় ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঠিক সেই সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রশাসনের সহায়তায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস।এছাড়াও সুলভ এ মূল্য কার্যক্রমে ৭ টাকা ৭৫ পয়সা পিস ডিম ও ৭০ টাকা লিটার গরুর দুধ বিক্রয় হচ্ছে।মিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা সাশ্রয় হওয়াতে লাইন ধরে মাংস কিনতে দেখা গেছে ক্রেতাদের।মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখে এ মাংস, দুধ ও ডিম বিক্রি করতে দেখা যায়।এ ব্যাপারে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ ইইচ কাফি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এ কার্যক্রম শুরু করেছি। সুযোগ পেলে কার্যক্রম আরো বাড়াতে চাই। এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌসিফুর রহমান বলেন, আমরা সুলভ মূল্যের এই কার্যক্রম কুষ্টিয়ার কয়েক জায়গাতে শুরু করেছি। সুলভ মূল্যের এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টায় করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।