কুষ্টিয়ার মিরপুর উপজেলার সকল পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র ও আগুন নিয়ন্ত্রক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম উপজেলার সকল পূজা মন্ডপে এ অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার রফিকুল ইসলাম, ফায়ার ফাইটার মাহবুবুর রহমান, সহকারী আসাদুল ইসলাম, পূজা মন্ডপের প্রতিনিধি আনন্দ কুমার দেবনাথ, শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।এব্যাপারে নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিশেষ সহায়ক হবে। সরকার ও স্থানীয় প্রশাসন পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে প্রতিমা নির্মাণ, বিসর্জন এবং মন্ডপের নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নির্বাপক যন্ত্রের মতো প্রাাথমিক ব্যবস্থা রাখলে দুর্ঘটনা রোধে সহায়ক হবে।