নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে নারী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে তিনি বিশেষ গুরুত্ব দেবেন উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই তাঁর প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।