ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়- অধ্যাপক শহীদুল ইসলাম

mirpurnews24
আগস্ট ১৩, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আরহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। বুধবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা-ভাবনা যারা করছেন তারাই হয়ত পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করুন। এই জনগণ বিগত ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাদের যে মালিকানা সেটা ফেরত পায় নাই। বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, নির্বিঘ্নে দেবো, নিঃসংকোচে দেবো। শেষে নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহবান ব্যক্ত করেন।

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুর সঞ্চালনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহীম আলী,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল, সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আশরাফুল হক আশা মেম্বার,আমলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জেল হোসেন, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আলী,ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান কানু,স্বেছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদ হোসেন,উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।