ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বিএনপি’র কর্মী সমাবেশে: অধ্যাপক শহীদুল ইসলাম স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে

mirpurnews24
অক্টোবর ৪, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচারকে কিছুদিন আগে দেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। শনিবার বিকেল ৩টায় মিরপুর মহিলা কলেজ হলরুমে বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাবেক এমপি শহীদুল ইসলাম আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা খুবই প্রয়োজন। এটি সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন। সারা দেশের মানুষের ভালোবাসা এবং নেতাকর্মীদের মাধ্যমেই বেঁচে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি আজ জনগণের আস্থার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি নিয়ে এ দেশে রাজনীতি করেছেন। তিনি পালিয়ে যাননি। তিনি এ দেশেই রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ নির্বাচনের জন্য প্রস্তুত।
এসময় কর্মী সমাবেশে উপজেল বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।