কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের মাসিক সভা ও উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম,মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান,উপজেলা জামাতের আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নজরুল করীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: আব্দুল্লাহিল কাফি,মিরপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী,উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জহুরুল হক,উপজেলা হিসাব রক্ষন অফিসার মঞ্জিলা আফরিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার,উপজেলা পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান,উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন নাসিমসহ সকল সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।