কুষ্টিয়ার মিরপুরে দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের সহায়তায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে হুইল চেয়ার বিতরণ ছাড়াও উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। কামিরহাট গ্রামের লিটন এর সন্তান লাবিবের অসহায়ত্বের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে তা প্রশাসনের দৃষ্টিগোচর হয়,পরে দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের উপজেলা কর্মকর্তা মিলন হোসাইন সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ও লাবিবকে উপহার সামগ্রী তুলে দেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের উপজেলা কর্মকর্তা মিলন হোসেনকে দুস্থ পরিবারটিকে আর্থিক সহায়তার পরামর্শ দিলে তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন বলে জানান।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাতীদল মিরপুর উপজেলা শাখার সদস্য সচিব হুমায়ুন কবির আগা খান, ফুলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক মেম্বার,৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আমিরুল ইসলাম,৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহর আলী,যুবদল নেতা বিশু ও নজরুল ইসলাম প্রমুখ।