কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশের অভিযানে নাশকতা মামলা আসামী তালবাড়ীয়ার ইশারত (৪৫)কে আটক করে জেলা কারাগারে প্রেরণ করেন। থানা সূত্রে জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলামের নির্দ্দেশে ১১ ফ্রেব্রুয়ারী ২০২৫ মঙ্গলবার দিবাগত গভীর রাতে এস আই এলিস মাহমুদ ও সঙ্গীয় ফোর্স নাশকতা মামলায় আসামী ও তালবাড়ীযার ইউপি’র ৬ নং ওয়ার্ড আ”লীগের সাধারণ সম্পাদক মহর আলীর পুত্র ইশারত আলী(৪৫)কে আটক করে, বুধবার সকালে জেলা কারাগারে প্রেরণ করেন।এছাড়া মিরপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলার এজাহার নামীয় ০২ (দুই) জন এবং ওয়ারেন্ট ভুক্ত ০২ (দুই) জন মোট ০৪ (চার) জন আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি’২৫ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মিরপুর থানা এর নেতৃত্বে দুইটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।মিরপুর থানার মামলা নং-১৩, তাং—১০/০২/২৫ইং, ধারা—৩২৩/৪২৭/ ৫০৬(২)/১১৪ পেনাল কোড তৎসহ The Special Powers Act 1974 এর 15(3)/25D এর আসামী ১। মোঃ রতন(৩০), পিতা—মৃত মুক্তার মন্ডল, সাং—ঝুটিয়াডাঙ্গা, থানা—মিরপুর, জেলা—কুষ্টিয়া,মিরপুর থানার মামলা নং—০৮, তাং—১০/০১/২০২৫ইং, ধারা—৪৬১/৩৭৯ /৩৮০/৪১১ পেনাল কোড এর আসামী ২। মোঃ আলী(২২), পিতা—মোঃ বাবু, সাং—গোবিন্দগুনিয়া, থানা—মিরপুর, জেলা—কুষ্টিয়া এবং ভেড়ামারা সিআর—১২৪/২২ এর আসামী ৩। মোছাঃ শিউলী খাতুন, স্বামী—মোঃ আকমল হোসেন, সাং—মহিষাখোলা, পোষ্ট—চিথলিয়া, থানা—মিরপুর, জেলা—কুষ্টিয়া এবং মিরপুর সিআর—৩৮২/২৩ (সেশন—৭১৭/২৪) এর আসামী ৪। মোঃ টোকন আহম্মেদ, পিতা—মোঃ নাসির উদ্দিন, সাং—পোড়াদহ, পোঃ—পোড়াদহ, থানা—মিরপুর, জেলা—কুষ্টিয়াদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করে।