ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক

mirpurnews24
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পর্যায়ে তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে তামাক চাষী দলের সদস্য মনিকার বাড়িতে নারী তামাক চাষীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, তামাক চাষ মাটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দিন দিন তামাক চাষের আগ্রাসনের কারণে আবাদি জমি হ্রাস পাচ্ছে। এর ফলে উৎপাদন তথা নিরাপদ খাদ্য ভান্ডারে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাক চাষীরা সচেতন হলে বিকল্প চাষের প্রতি আগ্রহ বাড়বে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমš^য়কারী উম্মে সালমার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দিলরুবা শারমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, ইসমত আরা লাভলী, মাহবুবুল ইসলাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।