ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণে সংলাপ অনুষ্ঠিত

mirpurnews24
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিমন শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সমন্বয়কারী জায়েদুল হক মতিন।এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাসিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বলেন তামাক চাষ মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, যা একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় অন্যদিকে মাটির উর্বরতা নষ্ট করে। তাই তামাকের বিকল্প হিসেবে ভুট্টা, ধান, পাট ও অন্যান্য নিরাপদ সবজি চাষ করে কৃষকরা ভালো মুনাফা অর্জন এবং পরিবেশের সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবে। পরিবেশবান্ধব এই ফসলগুলি পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করে। তাই তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।