কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি মিরপুর বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর বাজার ঈগল চত্বরে সমাবেশে মিলিত হয়। প্রচুর নেতা কর্মীদের উপস্থিতিতে শহরে আলোড়ন সৃষ্টি হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ০২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর। উপজেলা জামায়াতের সেক্রেটারী মহিউদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের টিম সদস্য অধ্যাপক জোমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারী ও মিরপুর উপজেলা চেয়ারম্যান নমিনি ডাক্তার রফিকুল ইসলাম,মিরপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক । এসময় আরো উপস্থিত ছিলেন মিরপুর পৌর জামায়াতের আমীর চাঁদ মল্লিক, সেক্রেটারি খায়রুল ইসলাম, মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, মাহফুজুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা জানান, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জামায়াত ঘোষিত ৫ দফা দাবি একটি সময়োপযোগী কর্মসূচি। এই দাবি আদায়ের জন্য আন্দোলন আরো বেগবান করা হবে।আগামী জাতীয় নির্বাচন পি আর সিস্টেমে হতে হবে।উল্লেখ্য জামায়াতে ইসলামীর গণআন্দোলনের ৫ দফা দাবিগুলো হলো-১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।