কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুরে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
২৩ জুলাই ২০২৫ বুধবার সকাল ১১ টায় মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, উপজেলা প্রশাসন, মিরপুর, কুষ্টিয়া এর উদ্যোগে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মিরপুর, কুষ্টিয়া এর আয়োজনে অনুষ্ঠিত হলো, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাজী রোকনুজ্জামান , প্রধান শিক্ষক, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কৈশোর কালীন স্বাস্থ্যসেবা প্রদান করেন মোঃ শাফি উল্লাহ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বারুইপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মিরপুর, কুষ্টিয়া। উক্ত সভায় বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের ছাত্রীদের মাঝে খাদ্য ও পুষ্টি, কৈশোর কালীন স্বাস্থ্য সেবা, বয়সন্ধিকালীন স্বাস্থ্য সেবা , প্রজনন স্বাস্থ্য সেবা ও বাল্যবিবাহর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মিরপুর,কুষ্টিয়া উদ্যোগে ৭ হাজার আইরন ট্যাবলেট কিশোরীদের মাঝে বিতরণ করা হয়।