ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে আসন্ন নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

SM Jamal
জানুয়ারি ১২, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে মিরপুর থানার হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। পুলিশ ও প্রশাসন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবে না। অতীতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, কিন্তু এবার জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

তিনি আরও বলেন, দেশের প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার এ নির্বাচনের মূল শক্তি। “যে তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারাই এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করবে।” একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় জনগণ ব্যালটের মাধ্যমে একদিকে জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং অন্যদিকে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও শঙ্কা কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার ভোটারদের সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মাহমুদুল হক মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরাও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান আরিফ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দীন আহম্মদ।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।