‘শিক্ষকতা পেশা: মিলিতো প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মিরপুর উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার (০৫ অক্টোবর) মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পরে সেখান থেকে এক বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে মিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিরপুর ঈগল চত্বরে শেষ হয়। আদর্শ শিক্ষক ফেডারেশন, মিরপুর উপেজলা শাখার সভাপতি হেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনর কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওঃ আবুল হাশেম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ছ. ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদর্শ শিক্ষক ফেডারেশন, কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আব্দুল গফুর। আদর্শ শিক্ষক ফেডারেশন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক রাজী উদ্দীন শাহিন। এ সময় বক্তারা বলেন – জাতির শ্রেষ্ঠ সন্তান গড়ার কারিগর শিক্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে। শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা মৌখিকভাবে আশ্বাস দিলেও পরবর্তীতে তা বাস্তবায়নের আলোর মুখ দেখেনি।