কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নওদাপাড়া ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বের মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর অধীন অবৈধভাবে মাটি কাটার অপরাধে ছাইদার হোসেন নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম। অভিযানে সহযোগিতায় ছিলেন মিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন- জনকল্যাণে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মো: হাদিউজ্জামান
Email- hadiuzzaman.mirpur@gmail.com
Mobile no. 01721562985