কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চালু হয়েছে বিনা লাভের বাজার।গতকাল সোমবার (২৪ মার্চ) সকালে মিরপুর উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের সামনে এ বাজার চালু করেন তিনি। মিরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর উপজেলা শাখার আয়োজনে এ বাজারে আলু প্রতি কেজি ১৮ টাকা,পেয়াজ ২৮ টাকা,কাচা মরিচ ২৫ টাকা,রসুন ৭৫ টাকা,বেগুন ৭০টাকা,লাউ ৩৫ টাকা,খেজুর ১৮০ টাকা,তরমুজ ২৮ টাকা,কলা ১৬ টাকা হালি,ঢেড়স ৯০ টাকা,মুড়ি ৭০ টাকা ও আদা ৯০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন- আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হলো বিনা লাভের বাজার যেখান থেকে প্রচলিত বাজার মূল্যের কম দরে পণ্য বিক্রয় করা হবে।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এর সম্মুখে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল পর্যন্ত এ বাজার চলবে।উল্লেখ্য এর আগে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চালু হয়েছিলো ডিম দুধ ও মাংসের বাজার।ইতিমধ্যেই তা জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।