ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের আলহাজ্ব আব্দুল গফুরের সমর্থনে গতকাল শুক্রবার কুষ্টিয়া মিরপুরের আমবাড়ীয়া ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড নগরবাঁকা স্কুলপাড়া ইউনিটের আয়োজনে নগরবাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা মারফত আলীর সভাপতিত্বে এবং আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুর রব মিঞা।প্রধান অতিথি অধ্যাপক আব্দুর রব মিঞা তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কুষ্টিয়া-২ আসনের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, ?“জামায়াত ইসলামী সর্বদা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে থাকে। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, আমরা জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। আমাদের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর দীর্ঘদিনের পরীক্ষিত জননেতা। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। যদি তিনি নির্বাচিত হন, তবে এই অঞ্চলের অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। আমরা চাই এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক—সকল শ্রেণি-পেশার মানুষ যেন শান্তিতে ও নিরাপদে জীবনযাপন করতে পারে। দাঁড়িপাল্লা প্রতীক কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সুশাসন ও উন্নয়নের প্রতীক। আসন্ন নির্বাচনে আমবাড়ীয়ার জনগণসহ কুষ্টিয়া-২ আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আব্দুল গফুরের দাঁড়িপাল্লা প্রতীকে প্রদান করে একটি জনকল্যাণমূলক সরকার গঠনে ভূমিকা রাখুন।” সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম, বাইতুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু সায়েম। এ ছাড়াও অত্র ইউনিটের সভাপতি মিটন আলী, সেক্রেটারি শুকুর আলী, জামায়াত নেতা সাদেক আলী, সেলিনুর রহমান লাল, মিটন আলী এবং হুরমত আলী শান্তসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ?সমাবেশে এলাকার বিভিন্ন পর্যায়ের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা সকলে একযোগে আব্দুল গফুরকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দৃঢ় সমর্থন প্রদান করেন। তাঁরা আশা প্রকাশ করেন, আলহাজ্ব আব্দুল গফুর নির্বাচিত হলে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য ফিরবে।