তার দুটি কিডনি বিকল হওয়ার ফলে গত বছর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে,এই পর্যন্ত প্রায় ২২ লক্ষ টাকা খরচ হয়েছে, বর্তমানে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ধানমণ্ডি,ঢাকাতে আই সি ইউ বিভাগে চিকিৎসাধীন আছে।এমতাবস্থায় তার বিশাল চিকিৎসা ব্যায় পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না,তাই সকলকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।আমি মোঃ মাহমুদুল হাসান-বয়স:২৮ বছর, এনআইডি নং ২৩৭৯০৫১৮৭৯।পিতা মোঃ ইয়াকুব আলী,মাতা মোছাঃ হালিমা খাতুন,গ্রাম:-চক,পোষ্ট:আবুরী-মাগুরা, ইউপি:সদরপুর, থানা/ উপজেলা:মিরপুর জেলা কষ্টিয়া।মোঃ ইয়াকুব আলী সম্পর্কে বাবা একাউন্টনং-২০৫০২৬৫০৫০২০১৫৩৯১০১
সংক্ষিপ্তকারে #১৫৩৯১ পোড়াদহ শাখা-ইসলামী ব্যাংক পিএলসি লিঃ।মাহমুদ হাসান,বিকাশ- ০১৯৩৯৬৯৩৭৩৩