কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মালিহাদ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আল আমীন বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুল হক বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন,মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ,মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,পৌর বিএনপি নেতা হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু,মালিহাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন মল্লিক,সহ-সভাপতি আল হেলাল লালু,সেলিম রেজা, সাবেক সভাপতি মশিউর রহমান সেন্টু,যুগ্ম-সাধারন সম্পাদক নজরুল ইসলাম,নাসির উদ্দিন,রাজিবুল ইসলাম শাবান,সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান,দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক আহম্মদ আলী,সহ-সাংগঠনিক তৌহিদুল ইসলাম,মিরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান বক্তা খন্দকার টিপু সুলতান বলেন – বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক জেল-জুলুম, গুম, খুন ও নির্যাতন সহ্য করেছে তারপরেও কিন্তু শহীদ জিয়ার দল বিএনপি ছেড়ে যায়নি।শহীদ জিয়াকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। এসময় তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।