ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি নেতা সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন

mirpurnews24
ডিসেম্বর ২১, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে কুষ্টিয়া-৩ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, আসনটির সাবেক এমপি আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকন-উজ-জ্জামান এর নিকট থেকে মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ভাগ্নে ইবি কর্মকর্তা শাহেদ আহমেদ। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সোহরাব উদ্দিনের সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রার্থীর প্রতিনিধি আব্দালপুর ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম হাজী জানান, দলীয় আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নেতা। যিনি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতনের স্বীকার হয়েছেন, তাকে বাদ দিয়ে জনসমর্থনহীন একজনকে দল থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। আমরা এটা মেনে নিতে পারছি না। কারন এই আসনটিতে সোহরাব উদ্দিনের জনসমর্থন বেশি। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা নির্বাচনী মাঠে থাকব। এলাকাবাসীর ব্যাপক সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি মেম্বর আসাদুল ইসলাম বলেন, দলীয় কৌশল ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানানো হয়। এদিকে সোহরাব উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের খবরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তার সমর্থীত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়ন ফরম উত্তলনের বিষয়টি জানতে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জাতীয় সংসদীয় ৭৭ নং আসন কুষ্টিয়া-৩ সদরে আমার পক্ষে মনোনয়ন উত্তলন করেছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে জমা দেওয়া হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।